এখন বিশ্বায়নের যুগ। বিশ্বায়নের এই যুগে নিজেকে পাল্টে বিশ্ব নাগরিক হয়ে ওঠা খুবই দরকার। আর বিশ্ব নাগরিক হতে হলে ভালোবাসার সেতু তৈরি করতে হবে। তার জন্য দরকার সহযোগিতা, সৃজনশীলতা, ভ্রাতৃত্ববোধ-সম্পন্ন ভালোবাসা ও বোধশক্তি।
‘এ কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়’—গানের কথা, মনের কথা, পরের কথা, কিছু নতুন কথা এবং ভালোবাসার কথা, সঙ্গে হবে আজ কিছু বাস্তব জীবনের কথা।