আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটির অনেক সংগীতশিল্পী পালিয়েছেন পাকিস্তানে। তাঁরা বলছেন, তাঁদের কোনো উপায় ছিল না। তাঁরা অবৈধভাবেই পাকিস্তানে প্রবেশ করেছেন। এখন লুকিয়ে আছেন। এই সংগীতশিল্পীদের অনেকে এখন পাকিস্তানে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন।