তালেবানের অধীন নারীদের পড়ালেখা ও খেলাধুলার ওপরও খড়্গ নেমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নারী-পুরুষের সহশিক্ষার ওপর জারি করা হয়েছে নানা বিধিনিষেধ। সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের ৪০০ রকম খেলার অনুমোদন দেওয়া হবে। তবে এসব খেলায় নারীরা আদৌ অংশ নিতে পারবেন কি না, সে সম্পর্কে কিছুই জানায়নি সংগঠনটি।