গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল এলাকার সাঁওতালরা আবার বিক্ষোভে নেমেছেন। চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাঁরা। সাঁওতালদের দাবি, সেটি তাঁদের পৈতৃক জমি। এর আগে, ২০১৬ সালে সেই জমিতে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিনজন সাঁওতাল নিহত হন। সেই ঘটনা দেশজুড়ে তোলপাড় তৈরি করে।