তোমাকে আজকাল ছদ্মনামে ডাকতেও ভয় পাই;
পিছে কেউ জেনে যায় যদি,
আর কেউ নতুন করে জানুক তা আমি চাই না;
তা ছাড়া জানিয়ে লাভ কী, বলো।
তুমি তো সেই কবে চলে গেছ—
সযতনে গড়া রত্নপ্রাসাদ বিধ্বস্ত করে;
এরপর আমার সেই শানবাঁধানো ঘাটে
আর কেউ ডুব দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *