জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্সের উদ্যোগে রসায়নবিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সম্মেলনে আমেরিকা, ইরান, ইতালি, জার্মানি, জাপান, কানাডা, অস্ট্রিয়া, চীনসহ বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকে কম্পিউটেশনাল ও ম্যাটেরিয়াল সায়েন্সবিষয়ক দুটি সেশনে মোট ১৮টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।