আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ১২ থেকে ১৫ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু হবে। এর আগেই আগস্ট থেকে দেশটিতে ১৬ ও ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যে শিশুদের প্রথম ডোজে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। তবে তাদের টিকার দ্বিতীয় ডোজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। দেশটির স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের বিষয়ে সিদ্ধান্ত পরে আসবে। এ সময়ের মধ্যে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে।