একাত্তরের ২৫ এপ্রিল সকাল নয়টা। পাকিস্তানি হানাদার সেনাদের একটি দল হেঁটে ও আরেকটি দল নৌকায় করে এসে নওগাঁর রানীনগর উপজেলার ছোট যমুনার তীরের আতাইকুলা গ্রামে হামলা করে। চারপাশ থেকে ঘিরে ফেলে পুরো গ্রাম। গ্রামের সব পুরুষকে ধরে এনে গ্রামের যোগেন্দ্র নাথ পালের বাড়ির আঙিনায় লাইনে দাঁড় করায়।