মনের দুঃখে আমি লম্বা দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছিলাম। একটা পাগড়ি জোগাড় করে ফেললাম, বেগুনি রঙের চূর্ণী কাপড়ের পাগড়ি। ঢাকার রাস্তায় সাদা পায়জামা-পাঞ্জাবির সঙ্গে লম্বা দাড়ি নিয়ে সেই পাগড়ি পরে গম্ভীর মুখে ঘুরে বেড়াতাম। বনানী এগারো নম্বরে একদিন পুলিশ আমার গাড়ি আটকাল