বৃষ্টি আসুক বৃষ্টি নামুক
আসুক সবুজ গাঁয়ে,
মেঘবালিকা নেচে উঠুক
নূপুর দিয়ে পায়ে।
জেগে উঠুক সবুজ লতা
হাসুক কদম ফুলে,
জলের পিঠে ঢেউ খেলে যাক
কলমিলতায় দুলে।
বৃষ্টি আসুক বৃষ্টি নামুক
আসুক সবুজ গাঁয়ে,
মেঘবালিকা নেচে উঠুক
নূপুর দিয়ে পায়ে।
জেগে উঠুক সবুজ লতা
হাসুক কদম ফুলে,
জলের পিঠে ঢেউ খেলে যাক
কলমিলতায় দুলে।