মেরিদার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন রাজ্যের গভর্নর রামোন গুয়েভারা। তিনি জানান, মোকোতিয়েস নদীর পানি উপচে তোভারে বন্যা দেখা দিয়েছে। শহরটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা। শহরটিতে প্রবেশের সড়কগুলোও বন্ধ হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।