মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূলকরণের অংশ হিসেবে যে গণহত্যা সংঘটনের অভিযোগ বর্তমানে আন্তর্জাতিক আদালতে বিচারাধীন, সেই গণহত্যার চার বছর পূর্ণ হতে চলেছে ২৫ আগস্ট। এই একই অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতও আলাদাভাবে আরেকটি তদন্ত করছে, যার ভিত্তিতে অপরাধে জড়িত দায়ী সামরিক-বেসামরিক ব্যক্তিদের বিচারের সম্ভাবনাও রয়েছে।