৮ মে, ১৯৭১ সাল। বেলা প্রায় ১১টা। হঠাত্ গুলির শব্দ। এলাকার ফজলু মুন্সীর ছেলে লাল মিয়া কয়েকজন বিহারিকে নিয়ে হামলা চালায় ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের জমিদারবাড়ী সিকদারবাড়ীতে। গুলির শব্দ শুনে অনেকে পেছনের দরজা দিয়ে বের হয়ে পালিয়ে যায়। আমরা ছোট-বড়, নারী-শিশু-যুবক মিলিয়ে ২০ জন সিকদারবাড়ীর মধ্যে ধরা পড়ে যাই বিহারিদের হাতে।