হারিয়ে গেছে দস্যিপনা
রংবেরঙের দিন
বাবার ভাঙা সাইকেলটা
টুংটাং টিন টিন।
হারিয়ে গেছে খেলার সাথি
ঘুড়ি, লাটিম, সুতো
ভরদুপুরে বটতলাতে
গা ছমছম ভূতও।
হারিয়ে গেছে দস্যিপনা
রংবেরঙের দিন
বাবার ভাঙা সাইকেলটা
টুংটাং টিন টিন।
হারিয়ে গেছে খেলার সাথি
ঘুড়ি, লাটিম, সুতো
ভরদুপুরে বটতলাতে
গা ছমছম ভূতও।