উদ্বোধনের তিন বছরেও কাজে আসছে না ১২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রংপুরের গঙ্গাচড়ার শেখ হাসিনা সেতু। অপ্রশস্ত সংযোগ সড়ক, সড়কে লোহার ব্যারিকেডের কারণে সেতুটি দিয়ে ভারী যানবাহন চলতে পারছে না। সেতুটি ব্যবহার করা গেলে বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলে দূরত্ব ও ভাড়া কমত, সাশ্রয় হতো সময়।