অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড দলও বাংলাদেশে আসছে পাঁচ টি–টোয়েন্টির সিরিজ খেলতে। এই সিরিজে উইকেটের চরিত্র কেমন হতে পারে, সেই আলোচনাও এর মধ্যে শুরু হয়ে গেছে। উইকেট নিয়ে মাঠকর্মীদের ব্যস্ততাও বাড়ছে। আপাতত ঘাস রেখেই প্রস্তুত হচ্ছে প্রতিটি উইকেট। কোন উইকেটে খেলা হবে, শেষ পর্যন্ত উইকেটের চরিত্র কেমন হবে, সেসব নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের চাহিদার ওপর।