পেন্টাগনের দেওয়া তথ্য অনুসারে, কাবুল থেকে মানুষ সরিয়ে নেওয়ার কাজে ইউনাইটেড এয়ারলাইনসের চারটি; আমেরিকান এয়ারলাইনস,অ্যাটলাস এয়ার, ডেলটা এয়ারলাইনস, ও অমনি এয়ারের তিনটি করে উড়োজাহাজ ব্যবহার করা হবে। এ ছাড়া হাওয়াইন এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ ব্যবহার করা হবে এ কাজে।