কী এক বোহিমিয়ান চাতুর্য নিয়ে
আকণ্ঠ আমি এই
নিঃসীম আলো আঁধারের শিল্পকলায়
নিমগ্ন হয়ে আছি।
বাস্তবিক, সময় নেই আমার!
বিলকুল নিজেকে ছাড়িয়ে
সটান আছি দাঁড়িয়ে
নিজের সত্তাকে ভেঙে
অস্তিত্বকে চুরমার করে
মননকে একেবারেই দলে মুচড়ে
এ সময়ের চৌকাঠে পা রেখে আমি।