এই তো দেখছি, নুড়িগুলি উঠল ঝকমকিয়ে,
বৃষ্টির পরের রোদে, কোথায় চলেছি আজ সান্ত্বনার
সাদা রেখা ধরে, হাওয়ায়! রুপালি ফ্রিলের ঢেউ
দেখে মনে হলো এইমাত্র—আছড়ে পড়ার স্মৃতি
যে স্বীকার করে, তাকে শুধু বন্ধু ভাবা চলে;
এই তো দেখছি, নুড়িগুলি উঠল ঝকমকিয়ে,
বৃষ্টির পরের রোদে, কোথায় চলেছি আজ সান্ত্বনার
সাদা রেখা ধরে, হাওয়ায়! রুপালি ফ্রিলের ঢেউ
দেখে মনে হলো এইমাত্র—আছড়ে পড়ার স্মৃতি
যে স্বীকার করে, তাকে শুধু বন্ধু ভাবা চলে;