ব্রিগেডিয়ার আরবাব সরাসরি জনতার ওপর গুলি করার আদেশ করেন। জনতার মধ্য থেকেও গুলি হয়। সৈনিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সাব-মেশিনগান দিয়ে মসজিদের ছাদ থেকে ব্রিগেডিয়ারকে লক্ষ্য করে গুলি করা হয়। সৌভাগ্যক্রমে লক্ষ্য ব্যর্থ হয়ে তিনি বেঁচে যান। ব্রিগেডিয়ার উন্মত্ত হয়ে আবার নির্দেশ দেন, ‘আমি চাই প্রতিটি বুলেটের জন্য একটি করে লাশ। তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আমি আমার সৈনিকদের ব্যবহার করব।’