কোরবানির ঈদ উপলক্ষে ৮ দিন শিথিলের পর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন)।
শুক্রবার লকডাউন শুরুর প্রথম ঘণ্টায় (সকাল ৬টা থেকে ৭টা) দেখা যায়, রাজধানীর আব্দুল্লাহপুর, গাবতলী, মিরপুরে অনেকেই গ্রাম থেকে ঢাকায় ফিরছেন। কেউ কর্মস্থলে, কেউ আবার বিভিন্ন কাজে বের হয়েছেন। তবে গণপরিবহন রাজধানীতে ঢুকলেই চেক পোস্টগুলোতে নেয়া হচ্ছে ব্যবস্থা।
সকালে রাজধানীর রাসেল স্কয়ার মোড়ের পুলিশ চেকপোস্টে দেখা যায়, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে হানিফ, শ্যামলী, এম. ট্রাভেল ও রাজধানীর দেওয়ান পরিবহনসহ মোট ৫টি বাস এখানে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি বাসকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ প্রসঙ্গে ধানমন্ডি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান বলেন, বিধিনিষেধে গণপরিবহন চলার কোনো সুযোগ নেই। যে কারণেই হোক, তারা রাজধানীতে প্রবেশ করেছে। তাই তাদের জরিমানা করা হয়েছে।(অলোকিত বাংলাদেশ)