সবুজ গাঁয়ে চল ফিরে যাই
শাপলা ফোটা বিলে
সন্ধ্যা রাতে জোনাক জ্বলে
হারাই আকাশ নীলে।
নোলক পরা শরৎজুড়ে
শাপলা-শালুক ভাসে
পুকুর নদী দিঘির জলে
পাপড়ি ছড়িয়ে হাসে।
সবুজ গাঁয়ে চল ফিরে যাই
শাপলা ফোটা বিলে
সন্ধ্যা রাতে জোনাক জ্বলে
হারাই আকাশ নীলে।
নোলক পরা শরৎজুড়ে
শাপলা-শালুক ভাসে
পুকুর নদী দিঘির জলে
পাপড়ি ছড়িয়ে হাসে।