আরেকটি সুযোগ। ২৮ বছরের শিরোপা–খরা ঘোচাতে পারবে আর্জেন্টিনা?
কোপা আমেরিকায় ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। ১৯৯৩ কোপা আমেরিকায় সর্বশেষ শিরোপা জিতেছিল দক্ষিণ আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি দলটি। সেটি তাদের জেতা সর্বশেষ আর্ন্তজাতিক শিরোপাও। আর্জেন্টিনার এরপর বিশ্বকাপের ফাইনালে উঠেছে, কোপার ফাইনালও বাদ যায়নি। কিন্তু শিরোপার দেখা মেলেনি। এবার কি পারবেন লিওনেল মেসি–সের্হিও আগুয়েরোরা সেই খরা ঘোচাতে?
আগামী মঙ্গলবার চিলির মুখোমুখি হয়ে এ প্রশ্নের উত্তর খোঁজা শুরু করবে লিওনেল স্কালোনির দল। তবে সেই উত্তর খোঁজার আগে আর্জেন্টিনার সমর্থকদের একটি চমকই দিয়েছেন কোচ স্কালোনি। সেই চমক তিনি দিয়েছেন দল থেকে উইঙ্গার লুকাস ওকাম্পোস ও ডিফেন্ডার হুয়ান ফয়থকে বাদ দিয়ে। ২০১৮ সালে স্কালোনি কোচ হওয়ার পর দলে নিয়মিত মুখ ছিলেন তাঁরা।