
সংবাদ বা খবর বলতে কি বুঝায় :
সংবাদ বা খবর বলতে আমরা বিশেষ করে মুদ্রণজগৎ ও সম্প্রচার এর মাধ্যমে তৃতীয় পক্ষের মুখপাত্র হিসাবে গণমাধ্যমে প্রকাশিত যে কোন সময়ের ঘটনাপ্রবাহের একগুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টি যার মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে । বর্তমানে মুদ্রণজগৎ বাদ দিয়ে অনলাইনের মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়ে থাকে ।
সকল সময়ের যে কোন তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করা যায় কিন্তু বিশেষ করে সমসাময়িক ঘটনা প্রবাহ যা মানুষের নিকট খুবই গুরুত্ববহন করে তা নিয়ে মূলত সংবাদ প্রকাশ করা হয়ে থাকে । সংবাদ বর্তমানে সংবাদপত্র, বেতার, টিভি, অনলাইন ইত্যাদি মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে । ,
আজকের খবর কি ভাবে সংগ্রহ করা হয় ?
আজকের খবর বিশেষ করে সংবাদ কর্মীদের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে । এছাড়া এক গনমাধ্যম থেকে অন্য গণমাধ্যম সংগ্রহ করতে পারে । এছাড়া কিছু কিছু বিষয় বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দ্বারা সংবাদ সংগ্রহ করা সম্ভব হয়ে থাকে ।
সংবাদ বা আজকের খবর কি নিয়ে প্রকাশ করা হয় :
সংবাদ বা আজকের খবর পরিবেশনে সাধারণত সমসাময়িক সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়, বিভিন্ন দেশের সরকার, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, আবহাওয়া, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা-বাণিজ্য, ফ্যাশান, বিনোদন, ক্রীড়া, যুদ্ধ, এবং সমমায়িক বিষয়ের বিশ্লেষণ ধর্মী প্রকাশনা সমূহ প্রকাশ করা হয়ে থাকে । সরকারী ঘোষনা, বিরোধী দলীয় রাজনৈতিক বক্তাব, এছাড়া দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের যে কোন ধরনের অনুষ্ঠান, আচার-আচরন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে । রাষ্ট্রীয় বিভিন্ন আইন প্রনয়ন প্রকাশ, বিশ্লেষন, গণস্বাস্থ্য এবং বিভিন্ন অপরাধ ও অপরাধী সম্পর্কে সংবাদপত্রের মাধ্যমে মানুষকে ধারণা প্রদান করা হয়ে থাকে ।সংবাদ পত্রের মাধ্যমে মানুষের আকাঙ্খা প্রকাশ পেয়ে থাকে এবং মানুষ সংবাদের মাধ্যমে একের সাথে অন্য এগুলো ভাগাভাগি করে নিতে পারে । বর্তমানে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিশ্লেষণধর্মী ও গুরুত্বপূর্ন বিষয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে ।
আজকের খবর প্রকাশের মাধ্যমগুলো :
বর্তমানে সংবাদ প্রকাশের অনেক মাধ্যম রয়েছে । সংবাদপত্র , ম্যগাজিন,, টিভি, রেডিও, অনলাইন নিউজ পোর্টাল এমনকি সোস্যাল বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ পেয়ে থাকে । সোস্যাল মিডিয়ায় মানুষ নিজে নিজে সংবাদ পরিবেশনের সুয়োগ থাকায় বিভিন্ন মিথ্যা সংবাদ অনেক সময় প্রকাশ পেয়ে থাকে ।
আজকের খবর প্রকাশের ধারাবাহিক ইতিহাস :
পৃথিবীতে সংবাদপত্রের মাধ্যমে প্রথম সংবাদ প্রকাশিত হতো । সপ্তদশ শতকের শুরুর দিকে সংবাদ পত্রের সূচনা ঘটে । এর পূর্বে সংক্ষিপ্ত সরকারি ঘোষণা বা ইস্তেহার গুলো সরকারের অধীনস্ত শহরগুলো থেকে প্রকাশিত হতো । সর্বপ্রথম মিশর থেকে লিখিতভাবে সংবাদপত্র প্রকাশিত হয় । খ্রীষ্টপূর্ব-২৪০০ বছর পূর্বে ফারাও শাসন আমলে বর্তমান কালের জনপ্রিয় সংবাদ মাধ্যম কুরিয়ার সার্ভিসের আদলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রসারনের উদ্দেশ্যে ডিক্রী বা আদেশনামা প্রচারের ব্যবস্থা করা হতো ।
প্রাচীন রোমে এক্ট্র ডিওরনা বা সরকারের তরফে জুলিয়াস সিজার কর্তৃক ঘোষিত ইস্তেহার জনগণের উদ্দশ্যে তৈরি করতেন । এগুলো ধাতব পদার্থ অথবা পাথরের সাহায্যে জনগণের সম্মুখে প্রচার করা হতো ।
চীনের সরকারশাসিত প্রথমদিকে সংবাদ শীট আকৃতিতে তৈরী হতো । এটি টিপাওনামে পরিচিত ছিল । দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে হ্যান রাজবংশের শেষদিককার সময়কাল আদালতের জন্য প্রচারের ব্যবস্থা করা হতো । ৭১৩ থেকে ৭৩৪ খ্রীষ্ট্রাব্দের মধ্যে ত্যাং বাজবংশের আমলে কাইয়ুন জা বাও নামে সরকারীভাবে সংবাদ প্রকাশ করা হয়েছিল । এটি সিল্কের উপর হস্তলিখিত ছিল । সরকারী কর্মীরাই এটি প্রচারের উদ্দেশ্যে পড়ার অনুমতি প্রাপ্ত ছিল । ১৫৭২ সালে মিং রাজত্বকালের শেষদিকে ব্যাক্তগতভাবে সংবাদ প্রকাশের অনুমতি পায় ।
ইউরোপে শুরুর দিকে আন্ত:সীমান্ত এলাকায় পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিকল্পে তথ্য বিনিময়ের মাধ্যম হিসাবে হস্তলিখিত সংবাদপত্র ব্যবহার হয়েছিল । ১৫৬৬ সালে ভেনিসে হাতে লেখা সংবাদ প্রচার করা হতো । চারটি কাগজ একসঙ্গে গোল করে পেঁচিয়ে পাঠকের কাছে পাঠানোর ব্যবস্থা করা হতো সপ্তায় । ইতালি ও ইউরোপের যুদ্ধ ও রাজনীতির খবর থাকত এসব কাগজের মধ্যে । ১৬০৯ সালে প্রথম ছাপা সংবাদপত্র বের হয় জার্মানি থেকে, জোহান ক্যারোলুসের উদ্যোগে। জার্মান ভাষায় প্রকাশিত রিলেশন নামের এই পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ইংরেজি ভাষার প্রথম সংবাদপত্র বের হয় আমস্টার্ডাম থেকে, ১৬২০ সালে। ফ্রান্সের প্রথম পত্রিকা বের হয় ১৬৩১ সালে । আমেরিকার প্রথম সংবাদপত্র বের হয় ১৬৯০ সালে। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। ১৭৮০ সালের জানুয়ারিতে জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় বের হয়। চার পাতার এই পত্রিকার আকার ছিল ১২ ইঞ্চি বাই ৮ ইঞ্চি। পতুর্গিজরাই প্রথম ভারতে মুদ্রণযন্ত্র নিয়ে আসে। ১৫৫৬ সালের ৬ সেপ্টেম্বর কাঠের তৈরি ছাপার যন্ত্র জাহাজ থেকে ভারতের পশ্চিম উপকূলের গোয়ায় নামানো হয়েছিল। ওই বছরেই নাকি সেখান থেকে বই ছাপা হয়ে বের হয়েছিল। কিন্তু সে বই কেউ চোখে দেখেনি। হুগলিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় ১৭৭৮ সালে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহ্যগতভাবেই বড় বড় শহরে সকাল এবং বিকালে সংবাদপত্র প্রকাশিত হতো । প্রচার মাধ্যমের সম্প্রসারণ এবং সংবাদের ক্ষেত্র অনেক বড় হওয়ায় এবং বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ বিকালের সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে যায় । বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সকালে সংবাদ প্রকাশ হয়ে থাকে । বর্তমানে অনলাইন, টিভি, বেতার সহ বিভিন্ন সংবাদ মাধ্যম থাকার ফলে এখন মুহুর্তে সংবাদ মানুষের নিকট পোঁছে যায় । তারপরও বিভিন্ন কারনে প্রিন্ট সংবাদপত্রের গুরুত্ব রয়েছে ।
প্রথম প্রকাশিত সংবাদপত্র ও সংবাদ সংস্থা:
১৬০৫ সালে প্রকাশিত রিলেশন অলার ফর্নেমেন এ্যা্ন্ড গেডেনঙকুরডিগেন হিস্টোরিয়েনকে বিশ্বের প্রথম সংবাদপত্র হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় ।
পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা হিসোবে এজেন্সী ফ্রান্স – প্রেস বা এএফপি এর নাম সর্বজনস্বীকৃত । এটি ১৮৩৫ সালে ফরাসী অনুবাদক এবং বিজ্ঞাপনী সংস্থার এজেন্ট চার্লস – লুইস হাভাস কর্তৃক এজেন্সী হাভাস নামে প্রতষ্ঠিত হয় ।
প্রিন্ট সংবাদপত্রগুলো সকালে প্রকাশিত হওয়ার ফলে কম ক্ষতি হয় । মূলত সংবাদপত্রের গুণগত মান ও দৃষ্টিভঙ্গী এতে ঠিক থাকে । সাধারণত সংবাদগুলো ৬ টি ডব্লিউর উপর ভিত্তি করে তৈরী হয় । ৬ টি ডব্লিউ হলো- হু, হুয়াট, হোয়েন, হোয়ার, হুয়াই এবং হাউ । এগুলোর প্রতি খেয়াল করে যে কোন বিষয়ের উপর সংবাদ তৈরি করা সম্ভব । এ শব্দগুলোর মাধ্যমে কোন সংবাদ অনুসন্ধান কার্যক্রম পরিচালনার পর আর কোন প্রশ্ন বাকী থাকে না । সংবাদপত্রে বিষয় ভিত্তিক পাতা থাকলেও প্রথম পাতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো উপস্থাপন করা হয় । এর ফলে ব্যস্ত পাঠকগণ স্বল্প সময়ের মধ্যে গুরত্বপূর্ণ সংবাদগুলো সম্পর্কে অবগত হতে পারে ।
বাংলাদেশের আজকের খবরের বা পত্রিকার ইতিহাস:
বাংলাদেশে বাংলা ও ইংরেজী দুটি ভাষায় পত্রিকা প্রকাশিত হয়ে থাকে । বাংলাদেশের প্রায় সকল পত্রিকায় বাংলা ভাষায় প্রকাশিত হয় । কয়েকটি পত্রিকা বাংল ও ইংরেজী দুটি ভাষায় প্রকাশিত হয় । বাংলাদেশে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে পত্রিকা প্রকাশিত হয়ে থাকে । বাংলাদেশের সকল জেলা শহর থেকে পত্রিকা প্রকাশিত হয়ে থাকে । আবার কোথায় কোথায় উপজেলা থেকে পত্রিকা প্রকাশিত হয়ে থাকে । বাংলাদেশে অনেক অনলাইন পত্রিকা প্রকাশিত হয় । এছাড়া ছাপানো পত্রিকাগুলো অনলাইন সংষ্করণ পাওয়া যায় ।
তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্ছিত্র ও প্রকাশনা অধিদপ্তরেরে নিবন্ধন শাখা থেকে সংবাদপত্রের নিবন্ধন প্রদান করা হয় । চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ৩০ শে জুন ২০১৮ তারিখের হিসাব অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধত পত্র- পত্রিকার সংখ্যা ৩০৬১ টি ( অনলাইন গনমাধ্যম এর অন্তর্ভূক্ত নয় ) যার মধ্যে ১২৬৮ টি ঢাকা থেকে এবং ১৭৯৩ টি অন্যান্য জেলা থেকে প্রকাশিত হয় । এর মধ্যে দৈনিক ১২১৩ টি , অর্ধ- সাপ্তহিক ৩ টি, সাপ্তাহিক ১১৮১ টি, পাক্ষিক ২১৩ টি, মাসিক৮১০ টি , দ্বি-মাসিক-৮ টি, ত্রৈ-মাসিক ২৮ টি, চর্তুমাসিক ১ টি, ষান্মাসিক ২টি এবং ১ টি পত্রিকা রয়েছে ।
বাংলা ভাষায় প্রকাশিত প্রধান সংবাদপত্রসমূহ
দৈনিক (প্রচলন অনুসারে)
সংবাদপত্র | প্রতিষ্ঠাকাল | মালিকানা/প্রকাশক | সম্পাদক | প্রচলন (জুন, ২০১৮) | ওয়েবসাইট |
বাংলাদেশ প্রতিদিন | ১৬ই মার্চ ২০১০ | ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ | নঈম নিজাম | ৫,৫৩,৩০০[২][৩] | ওয়েবসাইট |
দৈনিক প্রথম আলো | ৪ঠা নভেম্বর ১৯৯৮[৪] | মিডিয়া স্টার লিমিটেড | মতিউর রহমান[৪] | ৫,০১,৮০০[২][৩] | ওয়েবসাইট |
দৈনিক কালের কন্ঠ | ১০ই জানুয়ারি ২০১০ | ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ | ইমদাদুল হক মিলন | ২,৯০,২০০[২][৫] | ওয়েবসাইট |
দৈনিক যুগান্তর | ১লা ফেব্রুয়ারি ১৯৯৯ | সালমা ইসলাম | সাইফুল আলম | ২,৯০,২০০[২][৫] | ওয়েবসাইট |
দৈনিক ইত্তেফাক | ২৪শে ডিসেম্বর ১৯৫৩ | ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেড | তাসমিমা হোসেন[৬][৭] | ২,৯০,২০০[২][৫] | ওয়েবসাইট |
দৈনিক জনকণ্ঠ | ২১শে ফেব্রুয়ারি ১৯৯৩ | মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ | মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ | ২,৭৫,০০০[২] | ওয়েবসাইট |
দৈনিক সমকাল | ৩১শে মে ২০০৫ | এ.কে. আজাদ | মুস্তাফিজ শফি | ২,৭১,০০০[২] | ওয়েবসাইট |
দৈনিক আমাদের সময় | ২০০৩ | নিউ ভিশন লিমিটেড | মোহাম্মদ গোলাম সারওয়ার | ২,৭০,০০০[২] | ওয়েবসাইট |
দৈনিক ভোরের কাগজ | ১৫ই ফেব্রুয়ারি ১৯৯২[৮] | সাবের হোসেন চৌধুরী | শ্যামল দত্ত[৮] | ১,৬১,১৬০[২] | ওয়েবসাইট |
দৈনিক মানবকণ্ঠ | ১৫ই অক্টোবর ২০১৩ | অনামিকা পাবলিকেশন্স লিমিটেড | আবু বকর চৌধুরী | ১,৬১,১৫০[২] | ওয়েবসাইট |
দৈনিক মানবজমিন | ১৫ই ফেব্রুয়ারি ১৯৯৭ | মাহবুবা চৌধুরী | মতিউর রহমান চৌধুরী | ১,৬১,১০০[২] | ওয়েবসাইট |
দৈনিক সংবাদ | ১৭ই মে ১৯৫১[৯] | আলতামাশ কবির | খন্দকার মুনীরুজ্জামান | ১,২৭,০০০[২] | ওয়েবসাইট |
দৈনিক ইনকিলাব | ৪ঠা জুন ১৯৮৬ | ইনকিলাব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স লিমিটেড | এ এম এম বাহাউদ্দীন | ১,২৫,৪৬০[২] | ওয়েবসাইট |
যায়যায়দিন | ১৯৯৯ | যায়যায়দিন প্রকাশনা লিমিটেড | সাঈদ হোসেন চৌধুরী | ১,১৬,০০০[২] | ওয়েবসাইট |
দৈনিক নয়া দিগন্ত | ২৫শে অক্টোবর ২০০৪ | দিগন্ত মিডিয়া করপোরেশন | আলমগীর মহিউদ্দিন | ৯০,৬৫০[২] | ওয়েবসাইট |
দৈনিক আজাদী (চট্টগ্রাম থেকে প্রকাশিত) | ৫ই সেপ্টেম্বর ১৯৬০[১০] | এমএ মালেক | এমএ মালেক | ৫৬,০০০[২] | ওয়েবসাইট |
দৈনিক জনতা | ১৫ই জুন ১৯৮৩ | রোমাক্স লিমিটেড | আহ্সান উল্লাহ্ | ৫০,১১০[২] | ওয়েবসাইট |
দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম থেকে প্রকাশিত) | ১০ই ফেব্রুয়ারি ১৯৮৬[১১] | এমএ মালেক | এমএ মালেক | ৫৫,০০০[২] | ওয়েবসাইট |
দৈনিক সংগ্রাম | ১৭ই জানুয়ারি ১৯৭০[১২] | বাংলাদেশ পাবলিকেশন লিমিটেড | আবুল আসাদ | ৩২,০২০[২] | ওয়েবসাইট |
আমাদের অর্থনীতি | ২০১১ | নাঈমুল ইসলাম খান | নাসিমা খান মন্টি | ওয়েবসাইট | |
আলোকিত বাংলাদেশ | ২০১৩ | আলোকিত মিডিয়া লিমিটেড | কাজী রফিকুল আলম | ওয়েবসাইট | |
দৈনিক সময়ের আলো | ২ মার্চ ২০১৯ | গাজী আহেমদ উল্লাহ- আমিন মোহাম্মদ গ্রুপ | কমলেশ রায় (ভারপ্রাপ্ত) | ৬০,০০০ | ওয়েবসাইট |
দৈনিক বণিক বার্তা | ৭ জুন ২০১১ | বিজ বাংলা মিডিয়া লিমিটেড | দেওয়ান হানিফ মাহমুদ | ওয়েবসাইট |
ইংরেজি ভাষায় প্রকাশিত প্রধান সংবাদপত্রসমূহ
দৈনিক (প্রচলন অনুসারে)
বাংলাদেশে মিডিয়া হিসেবে তালিকাভুক্ত ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা ৩৭টি।[২] তার মধ্যে নিচে প্রচলন বা সার্কুলেশন অনুসারে উল্লেখযোগ্য কয়েকটি দেওয়া হয়েছে।
সংবাদপত্র | প্রতিষ্ঠাকাল | মালিকানা/প্রকাশক | সম্পাদক | প্রচলন (জুন, ২০১৮) | ওয়েবসাইট |
দ্য ডেইলি স্টার | ১৪ই জানুয়ারি ১৯৯১[১৩] | মাহফুজ আনাম[১৩] | মাহফুজ আনাম[১৪][১৫] | ৪৪,৮১৪[২] | ওয়েবসাইট |
দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস | ১৯৯৩ | ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেড (আইপিএল) | শহীদুজ্জামান খান[১৬] | ৩৯,০১০[২] | ওয়েবসাইট |
ডেইলি সান | ২৪শে অক্টোবর ২০১০ | ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ | এনামুল হক চৌধুরী[১৭] | ৩৮,৮০০[২] | ওয়েবসাইট |
দি এশিয়ান এজ | এক্সপ্রেস মিডিয়া লিমিটেড | জেসমিন চৌধুরী | ৩৮,৮০০[২] | ওয়েবসাইট | |
দ্য ডেইলি অবজার্ভার | ১লা ফেব্রুয়ারি ২০১১[১৮] | অবজার্ভার লিমিটেড | ইকবাল সোবহান চৌধুরী[১৮] | ৩৮,৭৫০[২] | ওয়েবসাইট |
ঢাকা ট্রিবিউন | ১৯শে এপ্রিল ২০১৩ | ২এ মিডিয়া লিমিটেড | জাফর সোবহান[১৯] | ৩৮,৭০০[২] | ওয়েবসাইট |
দ্য নিউ নেশন | মইনুল হোসেন | এএম মোফাজ্জল[২০] | ৩৮,৬৫০[২] | ওয়েবসাইট | |
নিউ এজ | জুন, ২০০৩[২১] | মিডিয়া নিউ এজ লিমিটেড | নুরুল কবির[২২][২৩] | ৩৮,৬০০[২] | ওয়েবসাইট |
ইনডিপেনডেন্ট | ২৬শে মার্চ ১৯৯৫[২৪] | ইনডিপেনডেন্ট পাবলিকেশন্স লিমিটেড | এম শামসুর রহমান[২৩][২৫][২৫][২৬] | ৩৭,৮০০[২] | ওয়েবসাইট |
দ্য নিউজ টুডে | প্রাইম মাল্টিমিডিয়া লিমিটেড | মোসলেম উদ্দিন আহমেদ | ২৪,০১০[২] | ওয়েবসাইট | |
দ্য বাংলাদেশ টুডে | ২৬শে জানুয়ারি ২০০২ | জোবায়ের আলম | জোবায়ের আলম | ২২,৫০০[২] | ওয়েবসাইট |
দ্য আওয়ার টাইম | ২০১২ | নাঈমুল ইসলাম খান | নাঈমুল ইসলাম খান | ২১,৫০০[২৭] | ওয়েবসাইট |
অনলাইনে প্রকাশিত প্রধান সংবাদপত্রসমূহ
সংবাদপত্র | প্রতিষ্ঠাকাল | সম্পাদক | ওয়েবসাইট |
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | ২৩শে অক্টোবর ২০০৬[২৮] | তৌফিক ইমরোজ খালিদী | ওয়েবসাইট |
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | ১ জুলাই ২০১০ | আলমগীর হোসেন | ওয়েবসাইট |
জাগোনিউজ২৪.কম | ১০ মে ২০১৪ | মহিউদ্দিন সরকার[২৯] | ওয়েবসাইট |
বাংলা ট্রিবিউন | ১৩ মে ২০১৪ | জুলফিকার রাসেল[৩০] | ওয়েবসাইট |
বিবিসি বাংলা | ১১ অক্টোবর ১৯৪১ | সাবির মুস্তফা | ওয়েবসাইট |
সংবাদ সংস্থাসমূহ
১৯৭২ সালের পূর্বে বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থাসমূহের স্থানীয় অফিস চালু ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়া পর প্রথম ১৯৭২ সালে পূর্ণাঙ্গ সংবাদ সংস্থা হিসেবে বাসস যাত্রা শুরু করে।
সংবাদ সংস্থা | প্রতিষ্ঠাকাল | ধরন | ওয়েবসাইট | মন্তব্য |
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) | ১লা জানুয়ারি ১৯৭২[৩১] | জাতীয় | ওয়েবসাইট | এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর ঢাকা ব্যুরো অফিসকে রূপান্তরের মাধ্যমে ১৯৭২ সালের ১লা জানুয়ারি সরকারি এই সংস্থাটি গঠিত হয়।[৩১] |
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) | ১৯৮৮[৩১] | বেসরকারি | ওয়েবসাইট | বেসরকারিখাতে বাংলাদেশি এ সংবাদ সংস্থাটি ১৯৮৮ সালে চালু হয়।[৩১] |
বন্ধ সংবাদপত্রসমূহ
সংবাদপত্র | প্রতিষ্ঠাকাল | মালিকানা/প্রকাশক | সম্পাদক (সর্বশেষ) | বন্ধের তারিখ |
বেঙ্গল টাইমস | ১৮৭১[৩২] | ইসি কেম্প | ইসি কেম্প[৩২] | অজানা |
দৈনিক আজাদ | ৩১শে অক্টোবর ১৯৩৬[৩৩] | মোহাম্মদ আকরম খাঁ[৩৩] | কামরুল আনাম খান | ১৯৯০[৩৩] |
দ্য বাংলাদেশ অবজার্ভার | ১১ই মার্চ ১৯৪৯[৩৪][৩৫] | ইকবাল সোবহান চৌধুরী | ৮ই জুন ২০১০[৩৬][৩৭] | |
দৈনিক গণকণ্ঠ | ১০ই জানুয়ারি ১৯৭২[৩৮] | আল মাহমুদ | ১৮ই এপ্রিল ১৯৭৪ | |
সাপ্তাহিক হক–কথা | ২৫শে ফেব্রুয়ারি ১৯৭২[৩৯] | আবদুল হামিদ খান ভাসানী | সৈয়দ ইরফানুল বারী[৩৯] | |
সাপ্তাহিক বিচিত্রা | ১৯৭২ | ১৯৯৬ | ||
দৈনিক আজকের কাগজ | ১৯৯১ | কাজী শাহেদ আহেমদ | ২০শে সেপ্টেম্বর ২০০৭[৪০] | |
সাপ্তাহিক ২০০০ | ১৯৯৮[৪১] | ট্রান্সকম গ্রুপ[৪২] | মঈনুল আহসান সাবের[৪১] | ২৯শে অক্টোবর ২০১৪[৪১][৪২] |
দৈনিক আমার দেশ | ২০০৪ | হাশমত আলী[৪৩] | মাহমুদুর রহমান[২২][২৩][৪৪] | ১১ই এপ্রিল ২০১৩[৪৫][৪৬] |
তথ্য সূত্র: উইকিপিডিয়া
What’s up it’s me, I am also visiting this web site daily, this web page is genuinely nice
and the people are actually sharing good thoughts.